বরিশাল খবর : বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গে বুধবার (২৮ জুলাই) দুপুর ২টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়ে বিভাগের বরিশাল জেলায় ৩ জন, পিরোজপুর জেলায় ১ জন, এবং ঝালকাঠিতে ১ জন মৃত্যু বরণ করেছেন।
আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৮ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ২০৬৫ জনের নমুনা পরীক্ষায় ৮৫৪ জন আক্রান্ত হয়েছে। যা শতকরা ৪১ দশমিক ৩৬ ভাগ। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৩১ হাজার ৪৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪৬৫ জন।
এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ মঙ্গলবারের রিপোর্টে ৬০ ভাগ। আগের দিনের রিপোর্টে ছিলো ৫০ ভাগ।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৯০ জন করোনায় আক্রান্ত হয়ে এবং বাকিরা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com