স্টাফ রিপোর্টার :
গত বছর ১৬ অক্টোবর থানার একটি কক্ষে এসআই আসাদুল শ্নীলতাহানি করেছে বলে ওই নারী অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, থানার ওসি নুরুল ইসলাম তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস দেওয়ায় এতদিন মামলা করেননি। ২৪ মে মামলা করলেও পুলিশের চাপের মুখে তাৎক্ষণিক প্রকাশ করেননি তিনি। নারীর পক্ষে মামলা দায়ের করা আইনজীবী আসাদুজ্জামান হাওলাদার বলেন, মামলা দায়েরের পর আদালত অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। ওই নারী গত বছর ২৭ সেপ্টেম্বর থানায় জিডি করেছিলেন। জিডির তদন্ত কর্মকর্তা এসআই আসাদুল তদন্তের জন্য তাকে থানায় ডেকে নিয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com