স্টাফ রিপোর্টার : ব্রোজেক্টের আয়োজনে ইচ্ছে পুরন ফাউন্ডেশনের সহযোগীতায় ১৮৭ পরিবারের মাঝে রমজানের ইফতার ও ঈদ সামগ্রী বিতারণ করা হয়েছে।
শনিবার বেলা ১২ টায় নগরীর সিস্টার ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিতরন অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরীফ নূরুল্লাহ সাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন বরিশালের উপ-পরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেমায়েত উদ্দিন ডায়াবেটিস হাসপাতালের পরিচালক মাহবুব মোর্শেদ শামীম, স্পার্ক গ্রুপের চ্যায়ারম্যান আনোয়ার হোসাইন খান।এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস মিয়া,আল আমিন হোসেন, ব্যবসায়ী সেহেল আহমেদ প্রমুখ।
ইচ্ছে পুরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরীফ নূরুল্লাহ সাব্বির ।পরিশ্রমি,মেধাবী, কর্মঠ সামাজিক ও সাংগঠনিক এক যুবক। ছোটকাল থেকেই সমাজের অসহায়, অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায়
২০১৮ সালে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন । সংগঠনটির নাম দিয়েছেন 'ইচ্ছে পুরন ফাউন্ডেশন '। তারপর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন বন্ধুদের সহায়তা নিয়ে। ২০১৯ সালে ষাটোর্ধ প্রায় ১০০ জন বৃদ্ধকে ১০০ টোকেন এর মাধ্যমে উপহার সামগ্রী হাতে হাতে পৌঁছে দেয়ার মাধ্যমে পথচলা শুরু হয় । ইচ্ছে পুরন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ নূরুল্লাহ সাব্বির ভারত ভ্রমণের সময় পরিচয় ঘটে ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুর এর অভিনেতা আশরাফ আমিন এর সাথে পরিচয়ের একপর্যায়ে জানতে পারে সে নিজেও সামাজিক কার্যক্রম এর সাথে সম্পৃক্ত। তার ব্রোজেক্ট বা ব্রাদারস প্রজেক্ট এর মাধ্যমে সমাজের অবহেলিতদের সহায়তা করেন। তারই ধারাবাহিকতায় ব্রোজেক্ট বা ব্রাদারস প্রজেক্ট এর অর্থায়নে ও ইচ্ছে পুরন ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রতি বছর অনেক মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইচ্ছে পুরন ফাউন্ডেশন ইতি মধ্যেই বরিশালসহ চারটি জেলায় অবহেলিত,অসহায় ও পিছিয়ে পরা মানুষদের নিয়ে কাজ করেন। ২০২০ সালে করোনা মহামারীতে ও সিলেটের বন্যা দূর্গতদের মাঝে ব্যাপক সহায়তা প্রদান করেন।
শরীফ নূরুল্লাহ সাব্বির বলেন, ইচ্ছে পুরন ফাউন্ডেশন ভবিষ্যতে বৃদ্ধাশ্রম, দাতব্য সংস্থা ও আত্মকর্মসংস্থান তৈরি করতে চায় তরুন যুবকদের নিয়ে কাজ করবে। সকল মহতি উদ্যোগে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন জনাব সাব্বির।
২০১৯ সাল থেকে ইচ্ছে পুরন ফাউন্ডেশনের এই কার্যক্রম বরিশাল, মাদারিপুর, সিলেট ও ভোলা জেলায় চলে আসছে। এছাড়াও সিলেটের বন্যায় ইচ্ছে পুরন ফাউন্ডেশন বাড়ীহীন অসহায় মানুষের পুনর্বাসনে বিশেষ সহয়তা প্রদান করেছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com