নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের বানারীপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেলকে (৩৫) পিস্তল, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বানারীপাড়া পৌর শহরের ১নম্বর ওয়ার্ডের বাড়িতে বরিশাল র্যাবসদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ও র্যাব।
অভিযানে তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ৩ রাউন্ডগুলি, ম্যাগজিন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তাকে বানারীপাড়া থানায় সোপর্দ করে বরিশাল র্যাব-৮ এর ডিএডি নুর ইসলাম বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন।জানা যায়, এর আগেও বিভিন্ন সময় তাকে পুলিশ মাদকসহ গ্রেপ্তার হয়। কিছুদিন পরেই জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করে। গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন গাছে থাকতো বলেও অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com