বরিশালে বড়দিন উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর পলিটেকনিক রোডের জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, বরিশাল জেলার একশ গির্জার মধ্যে একটিতে কোনো অঘটন ঘটলে সব ভালো কার্যক্রমের ফলাফল শূন্য, তাই নিরাপত্তার দিকটাতে সবাইকে খেয়াল রাখতে হবে। বড়দিন ও গির্জাকেন্দ্রিক কোনো মোটরসাইকেল মহড়া করা হবে না।
তিনি বলেন, দুষ্টু লোক আছে আশপাশে, তারা অসাম্প্রদায়িক আমাদের এই দেশে সাম্প্রদায়িক কোনো ঘটনা উস্কে দিতেই পারে। তাই সার্বিক দিকে খেয়াল রাখতে হবে। কারণ সবাই মিলে বড়দিনের উৎসব উদযাপন করতে চাই।
তিনি বলেন, গির্জায় বড় কোনো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। ধর্মীয় অনুষ্ঠানস্থলসহ গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী সিসি ক্যামেরা না থাকলে সিসি ক্যামেরা বসাতে হবে।
এছাড়া বড়দিনে গির্জা ও সড়ককেন্দ্রিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতের জন্য থানার ওসিকে দায়িত্বপূর্ণ কর্মকর্তা বরাবর চিঠি দেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক।
এছাড়া বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, ইকবাল হোসেন, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ গির্জার প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com