ডেস্ক রিপোর্ট : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৭ উপজেলা, ৩ পৌরসভা ও ২২ ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বরিশাল জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মেহেদিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা অ্যাডভোকেট মুনসুর আহমেদ, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com