এনামুল কবির পলাশ:
বরিশালের বানারীপাড়া ও উজিরপুরে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ৩০ জুন বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য বানারীপাড়ার অনুকুলে ১২ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ও উজিরপুর উপজেলায় ১১ কোটি ৫৩ লাখ ৬১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
দুটি স্টেডিয়ামের একটি নির্মাণের জন্য বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বরিশাল- বানারীপাড়া- স্বরূপকাঠি সড়কের রায়েরহাট ব্রিজের দক্ষিণ পাশে কুন্দিহার গ্রামে
অপরটি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে প্রাথমিকভাবে সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে।
বানারীপাড়া ও উজিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম নির্মাণের মহতী উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমকে এ দু’উপজেলাবাসীর ক্রিড়াপ্রেমি মানুষ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ক্রিড়াপ্রেমিরা মনে করেন বানারীপাড়া ও উজিরপুরের ক্রীড়াঅঙ্গনের ঐতিহ্য ফিড়ে আসবে এ মহতী উদ্যোগের মাধ্যমে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com