স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি ম্যাচগুলোর জন্য ফরচুন বরিশাল দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি। আজ দুপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবের নেতৃত্বেই রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে বরিশাল।
চলতি বিপিএলে এখন পর্যন্ত এক ম্যাচ মাঠে নেমেছে বরিশাল। যেখানে প্রথম ম্যাচেই সিলেটের কাছে ৬ উইকেটের পরাজয় বরণ করে দলটি। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দলটির অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল মেহেদী হাসান মিরাজকে। সেই ম্যাচের পর অবশ্য জানা গিয়েছিল এবারের আসরে ম্যাচ বাই ম্যাচ অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন বরিশালের ক্রিকেটাররা। যদিও এবার সেই তত্ত্ব থেকে বের হয়ে আসল বরিশাল।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com