রাব্বি আহমেদ,বরগুনা,প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারীকে ইয়াবাসহ আটক করেছে। সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার(২৬ এপ্রিল) ভোর রাতে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মো: তারিকুল ইসলাম বার্তা বাজার’কে জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোররাত ৪টার দিকে গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিপি আক্তার নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরর প্রস্ততি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com