বরগুনার পৌরশহর থেকে উপকূলীয় অঞ্চলে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতর
রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ
নিজেরা রোজা রেখে নিজেদের এবং সহযোদ্বাদের আর্থিক সহায়তায় ঘুরেঘুরে ইফতার সামগ্রী বিতরণ করছে সেচ্ছাসেবী সংগঠন "ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন" নামের একটি সংগঠনের যুবকরা। বরগুনা পৌরসভা থেকে উপজেলার সর্বশেষ ইউনিয়ন নলটোনা ও বালিয়াতলী গ্রামে ইফতারের আগেই দুস্থ -প্রতিবন্ধী -বিধবা আর বৃদ্ধদের হাতে পৌঁছে দিচ্ছে ইফতার সামগ্রী। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি রাসেল রানা ,সহ-সভাপতি জাকারিয়া হোসেন, রাব্বি আহম্মদের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা ইফতার বিতরণে অংশ নেয়। বরিশাল ২৪ কে সংগঠনের সভাপতি রাসেল রানা বলেন, একদিকে কোভিড -১৯ তে দরিদ্র মানুষ বেশীর ভাগই কর্মহীন হয়ে পড়েছে, তারপরও আল্লাহর উদ্দেশ্য তারা রোজা রাখছে, এতেও তাদের মধ্যে আমরা আনন্দ দেখেছি। নিজস্ব উদ্দোগে ইফতারি সামগ্রী সংগ্রহ করছি, আমাদেরকে উপদেষ্টা সহ অনেকেই এ কাজে সহযোগিতা করছেন। বরগুনা পৌরসভার ক্রোক,পশ্চিম বরগুনা, নৌ বন্দর, সদর উপজেলার, গাজীমাহমুদ,গর্জনবুনিয়ায়, নলটোনা, নিশানবাড়ীয়া, সোনাতলা, শিয়ালিয়া,বাবুগঞ্জ এলাকায় রোজাদার দুস্হ, দরিদ্রদের মধ্য ইফতার বিতরণ করা হয়।ইফতার বিতরণের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com