মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ড এর জালচিড়া, নয়াভাঙ্গলি মৌজলী দোকানের সামনের ইটের রাস্তায় মাঝামাঝি রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।আহত রাসেল হাওলাদারের পিতা মৃত বারেক হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ও ডাকাতির মামলার আসামিকে পুলিশে ধরিয়ে ও সাক্ষী দেয়ার কারণে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে ইট দিয়ে সবার সামনে মারধর করেন।
রাসেল হাওলাদার বলেন, আশরাফ ,নাঈম, সজীব ও আরো অচেনা চার থেকে পাঁচ জন রাস্তার পাশে খোপ পেতে থাকে। মাছের খাবার দেয়ার পর বাড়ি ফেরার পথে রিক্সায় থেকে নামিয়ে জোরপূর্বক ৭-৮ জন মিলে ধরে নিয়ে যায়। ফাঁকা রাস্তায় নিয়ে ইট ও অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং সাথে থাকা মোবাইল ও ত্রিশ হাজার টাকা নিয়ে যায়।
রাসেল হাওলাদার এর ছোট ভাই রুবেল সাংবাদিকদের বলেন, আমি আমার ভাইয়ের বিচার চাই ।বর্তমানে রাসেল হাওলাদার বরিশালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আমতলী থানার কর্তব্যরত অফিসার এস আই ইমাম বলেন, অভিযুক্তরা থানায় অভিযোগ করেছে তাই বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com