হাসান আলী, মির্জাগঞ্জ, পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৪তম শাহাদাত বার্ষিকী স্বরনে পটুয়াখালী জেলার সকল প্রাথমিক- মাধ্যমিক স্কুলে ও মাদ্রাসা ও কলেজের ছাত্রছাত্রীদের মাঝে দশ লক্ষ গাছের চারা বিতরন হয়।
০১ আগস্ট বৃহস্পতিবার বেলা এগারটায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় ময়দা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় চারাগাছ বিতরন করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন ময়দা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃআঃ সত্তার মাহমুদীর, কেবিনেট প্রধান হাঃমোঃ মাহবুবুর রহমানা আর ও উপস্থিত ছিলেন সহ- সুপার মাওঃ ইয়াহিয়া সহ মাদরাসার সকল শিক্ষক বৃন্দ ও ম্যানেজিংকমিটির সদস্যরা।
কৃষি শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম বলেন, গাছের সেবা যত্ন নেয়ার ব্যাপারে ও গাছের উপকার বিষয় আলোচনা করেন ।মির্জাগঞ্জ উপজেলায় পঞ্চাশ হাজার চারা বিতরন ও রোপন অনুষ্ঠানের আয়জন করে প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে। তার মধ্যে লেবু আমলকি, পেয়ারা, রেন্ডি, মেহগনি।
সর্বশেষে মাওঃ আঃ সালাম দোয়া ও মোনাজাত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com