কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি |
ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলার বলতলা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম হিসাব সহকারী মো. আল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফৌজদারি মামলায় সাতদিন হাজত বাস করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল সোমবার বিষয়টি জানা গেছে।
সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শাহ জামাল খান জানান, গত ৪ জানুয়ারির সভার সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন তিনি। তবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও জানান প্রধান শিক্ষক।
২০১৯ খ্রিষ্টাব্দের ১৮ আগস্ট রোববার বিকেলে উপজেলার বলতলা এলাকার দোগনা বাজারের খলিলুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বসে একই এলাকার মানিক খানকে হাতুড়ি পেটা করে আল আমিন। ওই মামলার প্রধান আসামি আলআমিন।
এ ব্যাপারে আল আমিনের সঙ্গে একাধিবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আযিম জানান, বিষয়টি তার জানা নেই।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com