যশোর প্রতিবেদক
ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি সেজেছে বর্ণিল সাজে। ইউনিয়নের পানিসারা-হাড়িয়া ফুলবাগান মোড়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ফুল উৎসব।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে দৃষ্টিনন্দন গেটে গাঁধা ফুলের মালা কেটে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
ঝিকরগাছা উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. হুসাইন শওকত, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির সভাপতি আব্দুর রহিম, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশসহ আরও অনেকে।
মেলার প্রতিটি স্টল সাজানো হয়েছে নানা জাতের ফুলগাছ ও ফুল দিয়ে। দর্শনার্থীরা কেউ ফুল ছুয়ে দেখছেন, আবার কেউ প্রিয় মানুষটিকে নিয়ে ফুলের সঙ্গে ছবি তুলছেন। মেলার উদ্বোধনী দিনে অনেকে বন্ধু-বান্ধবী ও সপরিবারে এসেছেন। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের আগমনে প্রথম দিনেই জমে উঠেছে মেলা।
ফুল উৎসবে আসা মাহমুদা খাতুন বলেন, ‘ফুল কার না ভালো লাগে? ফুলের অপার সৌন্দর্য ও ঘ্রাণ মুগ্ধ করে সব বয়সী মানুষকে।’
ফারজানা আক্তার বলেন, ‘এবারই প্রথম ফুল উৎসবে এসেছি। এখানে এসে এত প্রজাতির ফুল একসঙ্গে দেখতে পেয়ে আমি সত্যি মুগ্ধ। এত আনন্দ আমি অনেক দিন পাইনি।’
উৎসবে ফুল চাষি, ব্যবসায়ী ও ফুল সংশ্লিষ্ট সংগঠনগুলো অংশ নিয়েছে। ফুল চাষি ইসমাইল হোসেন বলেন, ‘ফুল ভালোবাসার প্রতীক। যুগযুগ ধরে মানুষ ফুল দিয়ে একে অপরের সঙ্গে মনের ভাব প্রকাশ করে আসছে। সেই ফুল উৎপাদন কেন্দ্র দেশের সর্ববৃহৎ ফুলের রাজধানী গদখালীতে জাঁকজমকপূর্ণ ফুল উৎসব হওয়ায় আমরা খুবই খুশি।’
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, ‘আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় ফুলের সঙ্গে বিদেশি জাতের ফুল এখন দেশের উচ্চবিত্তদের বাগান ও ঘরবাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে শোভা পায়। এতে ফুলপ্রেমী মানুষের মনে বাড়তি আনন্দ দেয়। নামি-দামি অনেক ফুল সাধারণ মানুষের চোখে খুব একটা পড়ে না। তারা এ ফুলগুলোর সোন্দর্য উপভোগ করতেও পারেন না। সেদিক বিবেচনা করেই আমাদের এ আয়োজন, যা দেখতে ভিড় করছে ফুলপ্রেমী মানুষ।’
ঝিকরঘাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ‘ফুলের বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে এ উৎসবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। আমরা আশা করি, এই উৎসবের মাধ্যমে ঝিকরগাছা উপজেলার ফুলের রাজ্য হিসেবে সুখ্যাতি আরও আড়ম্বরপূর্ণ হয়ে উঠবে।’
ঝিকরগাছার গদখালী অঞ্চলে বাণিজ্যিকভাবে ১২শ’ হেক্টার জমিতে ১১ ধরনের ফুল চাষ হয়। এ অঞ্চলে প্রতি বছর সাড়ে তিনশ কোটি টাকার ফুল উৎপাদন হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com