হানিমুনে যাওয়ার আগে তিনি বলেন, বিয়ের পর আমাদের দুজনের প্রথম ভালোবাসা দিবস ছিল এবার। আগেই পরিকল্পনা করে রেখেছিলাম, ভালোবাসা দিবসে পরিবারের সবাইকে নিয়ে আমরা সেলিব্রেট করবো। পরদিন হানিমুনে যাবো, সেভাবেই করছি। কেন মালদ্বীপকে বেছে নিলেন- এমন প্রশ্নে মিম বলেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু মালদ্বীপে কখনো যাওয়া হয়নি। ছবিতে দেখেছি, বইয়ে পড়েছি দেশটি অনেক সুন্দর। সে কারণেই আমার একটা আগ্রহ ছিল। এখানে এসে বেশ ফুরফুরে মেজাজে রয়েছি। ভালো লাগছে। উল্লেখ্য, গত বছর ১০ই নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে আংটি বদল করেন ‘আমার আছে জল’ খ্যাত এই অভিনেত্রী। এরপর তারা চলতি বছরের ৪ঠা জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com