প্রশিক্ষণ নেওয়ার সময় রশি থেকে পড়ে বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার বিকালে আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিক্ষার্থী সালমান রহমান জুবায়ের (১৫) পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের ইংরেজি বিষয়ের বিভাগীয় প্রধান মো. শাহজালালের ছেলে।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিজয় বলেন, বিকাল ৫টার দিকে রক্তাক্ত অবস্থায় ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীকে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. পারভেজ মেহেদী ইসিজি পরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, আমাকে অফিসিয়ালিভাবে এখনো জানায়নি বিষয়টি।
গলাচিপা সরকারি কলেজ পরিবার ফেসবুক পেজে জুবায়েরের ছবি দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে- ‘গলাচিপা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজালাল স্যারের বড় ছেলে ক্যাডেট সালমান রহমান জুবায়ের (দশম শ্রেণির ছাত্র, বরিশাল ক্যাডেট কলেজ) অবস্ট্রাকল ট্রেনিং করার সময় এক্সিডেন্ট করে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় লেবুখালী সিএমএইচে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন!’
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com