জানা গেছে, পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ১৯০১ জন তালিকাভুক্ত জেলে। তার মধ্যে ৬নং ওয়ার্ডের ৮০ জনের নামের অনুকূলে জেলে চাল বরাদ্দ দেয়া হয়। এ চাল বিতরণে স্থানীয় ইউপি সদস্য শাহজালালের বিরুদ্ধে ৮০ কেজি চালের বিপরীতে ৫০ থেকে ৬০ কেজি দেয়ার অভিযোগ করেছে একাধিক ভুক্তভোগী জেলে।
দীর্ঘদিন ধরে চট্টগ্রামে থাকেন এবং বিদেশে থাকেন এমন ব্যক্তিদের নামে বরাদ্দ চাল অন্যরা নেয়ার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সরেজমিন গিয়ে এমন তথ্য পাওয়া গেছে।
এ নিয়ে এলাকার একাধিক ভুক্তভোগীর স্বাক্ষরিত পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ করেন। ভুক্তভোগী জেলে শহিদ বেপারী, সজল ঢালী ও মহিবুল্লাহ বলেন, ২ মাসের ৮০ কেজি চাল দেয়ার কথা থাকলেও ৫০ থেকে ৬০ কেজি চাল দেয়।
ট্যাগ অফিসার এবিএম জাহিদ হোসেন বলেন, সঠিকভাবেই চাল বিতরণ করা হয়েছে। তবে ইউপি মেম্বার শাহজালালের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ৪ জনের চাল জব্দ করে বিতরণ স্থগিত করেছেন ইউএনও স্যার। উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ৪ জনের নাম অন্য তালিকায় থাকায় চাল জব্দ করা হয়েছে। তবে চাল কম দেয়ার কোনো সুযোগ নেই এবং কম দেয়া হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য শাহজালাল বলেন, আমার প্রতিদ্বন্দ্বী মিথ্যা অভিযোগ দিয়েছে। তবে ৪ জনের নাম নিয়ে আপত্তি থাকায় তাদের চাল ইউএনও’র নির্দেশনা মোতাবেক স্থগিত রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com