ইফতেখায়রুল ইসলাম
বঞ্চনা আর সফলতা জীবনের অবিচ্ছেদ্য অংশ! জীবনকে টিকিয়ে রেখেই এই যুদ্ধ লড়তে হয়!
যোগ্যতম হয়েও কখনো নিজের যোগ্য স্থান না পেলেই সব শেষ হয়ে গেল বিষয়টা এমন নয়! খুব হাতেগোনা ব্যতিক্রম বাদ দিয়ে প্রত্যেক বিজয়ীর পেছনের ইতিহাস দেখলে দেখবেন তাদের কারো ভ্রমণই খুব আরামদায়ক ছিল না! অনেক ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে উঠতে হয়েছে বিজয়ীর সিংহাসনে!
জীবনের যে ক্ষেত্রেই হোক না কেন আপনাকে সিস্টেমে থেকেই সিস্টেমের খেলা খেলতে হবে। যদি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাতে নিজেরই ক্ষতি!
ব্যক্তি নিজে দ্রোহী হয়ে সিস্টেমে হয়তো কিছু পরিবর্তনও আনতে পারে কিন্তু সিস্টেমকে উপড়ে ফেলতে পারে না, এটাই বাস্তবতা! অনিয়ন্ত্রিত আচরণ দিয়ে ক্ষ্যাপা কারো কারো মনের তৃপ্তি হয়তো মেটাতে পারবেন কিন্তু নিজের মাঝে বিশাল শূন্যতা চলে আসবে এবং নিজের অর্জনের পার্থিব ঝুলি অপূর্ণ থেকে যাবে! পরে দেখবেন দুই দিনের বাহবা আর কাজে আসবে না!
প্রতিবাদের ভাষার যথাযথ প্রকাশ জানতে হয় এবং কৌশলী হতে হয়! সেটি যারা জানে না তাদের দুই কূলই হারায়! সকলের মঙ্গল হোক!
লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।
(ফেসবুক থেকে সংগৃহীত)
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com