এম টি সাবিহা উর্মি
আমি এবার পূর্ণিমাতে
ঘুরতে যাব সন্ধ্যা রাতে,
রাত পিয়াসী চাঁদ চকোরী
আসতে পারো আমার সাথে।
পথ হারাবো পথের খোঁজে
গাঁয়ের পথে বন বাঁদাড়ে,
জোৎস্না রাতে আলোর মাঝে
হারাবো এই মন আঁধারে।
নদীর পাড়ে বসবো যখন
পা ভেজাবো নদীর জলে,
পূর্ণিমার ঐ চাঁদের আলো
খেলবে জলের ঢেউয়ের ছলে।
নিশি ফুলের গন্ধে মাতাল
থাকব আমি উদাস হয়ে,
দেখব দূরে নদীর বুকে
পাল তুলে নাও যাচ্ছে বেয়ে।
রাতের পরী গান শুনাবে
জোনাকির ঐ আগুন জ্বেলে,
পাখির সাথে কইব কথা
পূর্ণিমাতে হৃদয় খুলে।
স্নান করিব জোৎস্না জলে
ঘুরবো ভেজা আলোর রথে,
মধ্যরাতে ফিরব ঘরে
কে কে যাবে আমার সাথে?
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com