মামুনুর রশীদ নোমানী : জাপান-প্রবাসী লেখক-সাংবাদিক রেভারেন্ড পি আর প্লাসিড পড়াশুনা করেছেন ঢাকার নটর ডেম কলেজে। এখন বসবাস করছেন জাপানে। জাপানের প্রথম বাংলা অনলাইন পত্রিকা বিবেক বার্তা ডট কম,বিবেক বার্তা ২৪ ডটকম সম্পাদনা করছেন তিনি। জাপান ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্ল্যাসিড বেশ কয়েকটি উপন্যাস ও নাটক লিখেছেন। জাপানের বিবেক সাহিত্য পুরস্কারের প্রবর্তক তিনি। এর মাধ্যমে বাংলা ভাষার সমকালীন অনেক লেখককে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া তিনি
সিঁড়ি,দিন গুলো মোর,একটি লাল গোলাপের জন্য,এক পলকে,দোলা,টোকিওর চিঠি,জাপানি বধু,জাপানি গল্প,দোলন,মেয়েটি খুনি ছিল,আত্মকথন,নুহাশ পল্লীতে একদিন,গর্ভধারিণী, বিপরীত ভালোবাসাসহ অসংখ্য সাহিত্য ও ভ্রমনসহ বাস্তববাদী বইয়ের লেখক তিনি।
বিবেক বার্তার সম্পাদক এবং বিবেক পাবলিকেশনের প্রকাশক জাপান প্রবাসী এই লেখক-সাংবাদিক নিজেও একজন সাহিত্যমনা মানুষ। প্রতিবছর তিনি বাংলাদেশের বইমেলা উপলক্ষে জাপান থেকে মেলার প্রতি আশক্ত হবার কারণে দেশে আসেন। করোনার কারণে তিনি দেশে আসতে পারেননি। তারপরেও তিনি ওপার বাংলার গুনি তিন ব্যক্তিকে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাণিত করার মাধ্যমে দুই বাংলার মেল বন্ধন আরো দৃঢ় করার যাত্রা শুরু করেছেন।
শিল্প - সাহিত্যের মাধ্যমে আমাদের সকলের মধ্যে আরো প্রসার ঘটুক, দুই বাংলার মানুষদের মাঝে সম্পর্ক হোক দৃঢ় এবং অটুট থাকুক আরো দীর্ঘ সময় সেই প্রত্যাশা আমাদের সর্বদা। নতুন নতুন লেখক, পাঠক ও প্রকাশক তৈরির প্রয়াশে সকলের মাঝে। সুসম্পর্ক গড়ার জন্য উদ্যোক্তার তৈরী হোক দুই বাংলাতে এমনটাই আশা রাখেন পি আর প্ল্যাসিড।
সালে জাপানে স্থায়ী ভাবে বসবাস শুরু করলেও তিনি বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করেন বাংলাদেশী পাসপোর্ট নিয়ে। তিনি একজন দেশপ্রেমিক বাঙ্গালী হিসেবে জাপানে সর্বমহলে সমাদৃত হয়েছেন। পি আর প্ল্যাসিড বর্তমানে বরিশালে রয়েছেন। তিনি ভোলা বরিশালের বেশ কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এ ছাড়া জনাব প্ল্যাসিড বরিশাল বিভাগের পর্যটন এলাকা ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com