বাসস : পিরোজপুর জেলায় গত অর্থ বছরে দেড় লক্ষাধিক মানুষ বিভিন্ন ধরনের সরাসরি ডিজিটাল সেবা পেয়ে উপকৃত হয়েছে। পিরোজপুর জেলার ৫৩টি ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স এ অবস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ৪টি পৌরসভার পৌর ডিজিটাল সেন্টারে কর্মরত ১১৪ জন উদ্যোক্তা ২০২১-২০২২ অর্থ বছরে এ সেবা প্রদান করেছে। এ সময় উদ্যোক্তারা সেবা প্রদান করে প্রায় অর্ধ কোটি টাকা উপার্জন করে নিজেরা স্বাবলম্বী হয়েছে।
ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমূহে সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থ বছরে ১ লক্ষ ৫৭ হাজার ৫৫৯ জনকে বিভিন্ন ধরনের সেবা দিয়েছে। এ সময় তারা ৪২ লক্ষ ৩৩ হাজার ৬৮ টাকা আয় করেছে। বিদ্যমান সেবা গুলোর মধ্যে রয়েছে নাগরিক সনদ, জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, সরকারি ফরম ডাউনলোড, জমির পর্চার আবেদন, সব ধরনের নাগরিক আবেদন, জীবন বীমা, টেলি মেডিসিন, বিদ্যুৎ বিল পরিশোধ, পাবলিক পরীক্ষার ফল জানা, অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তি, পাসপোর্টের আবেদন, ভিসা ভেরিফিকেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরামর্শ, পানি পরীক্ষা, আর্সেনিক পরীক্ষাসহ বিভিন্ন সরকারি ডকুমেন্ট প্রণয়ন, সরকারি বিভিন্ন প্রচারণা কাজে লজিষ্টিক সার্পোট, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ই-মেইল, ইন্টারন্টে ব্রাউজিং, চাকুরীর বিজ্ঞপ্তি দেখা ও অনলাইনে চাকুরির আবেদনসহ প্রায় শত ধরনের সেবা দেওয়া হচ্ছে।
পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি শাখার দায়িত্ব প্রাপ্ত সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, পল্লী অঞ্চলের নারী-পুরুষ দোরগোড়ায় এ ডিজিটাল সেবা পেয়ে যথেষ্ট উপকৃত হচ্ছে। যার কারণে প্রতি বছরই সেবা গ্রহিতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’’
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com