নিজস্ব প্রতিবেদক,পিরোজপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার সকালে শহরের বাইপাস সড়কের পিরোজপুর কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ সময় তিনি বলেন, সারাদেশে অব্যাহত ভাবে জাতীয়তাবাদী নেতাকর্মীদের হামলা,মামলা ও নির্যাতন করা হচ্ছে। কিন্তু এ দেশের মানুষ এই স্বৈরাচারী সরাকারের পতন করে তত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ। জেলা কৃষক দলের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাবিব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল,সহসভাপতি মোঃ নাছির হায়দার,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু,পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি নজরুল ইসলাম খান,সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত,জেলা যুব দলের সভাপতি মিজানুর রহমান শাহীন,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ সহ জেলা-উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তাব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com