চার দেয়ালের বন্দি জীবন
অফিস আর বাড়ি,
বাকিটা সময় জীবন সংসার
রাস্তা আর গাড়ি ৷
অফিসের যান্ত্রিক জীবন
আমাদের করেছে বরবাদ,
আহা! কতদিন দেখিনি
রাঙা সূর্য্য, হাস্যোজ্জল চাঁদ ৷
কতদিন দেখিনি সবুজের সমারোহ
আঁকাবাঁকা মেঠো পথ,
কতদিন দেখিনি খোলা প্রান্তর
ঢেউ খেলানো হৃদ ৷
জড় বস্তুর ন্যায় চলছে জীবন
ভোঁতা হয়েছে জীবনের স্বাধ,
একটুখানি ঘোরাঘুরিতে
কেঁটে যাবে সকল অবসাদ ৷
সারাদিন কাজ আর কাজ
মনে জমেছে হাজারো বিবাদ,
নীল আকাশ মুক্ত বাতাস
বিদ্ধস্ত মন করে দেয় নিখাঁদ ৷
হউক কিছু গান তাজা হউক প্রাণ
আনন্দ আর আনন্দ,
নতুন পরিবেশে মন খুলে হাসি
জীবনে আসুক ছন্দ ৷
এসো পাখির মত উড়ি, সারাদিন ঘুরি
এসো করি নতুন আবাদ,
নতুন ভাবে জেগে উঠি কর্মস্পৃহায়
পিকনিক পার্টি জিন্দাবাদ !!
২৩/০১/২০২০
ঝালকাঠি
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com