বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট দিতে এসে দেড় ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন হারুন নামে এক ভোটার। তার অভিযোগ, ইভিএম মেশিন নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় গরমে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে।
নির্বাচন কর্মকর্তা আফরোজা বেগম এ অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমকে বলেন, ইভিএম মেশিন নষ্ট হয়নি। অনেকেই পান খেয়ে এসে ভোট দিচ্ছেন। এ কারণে ইভিএম তাদের হাতের ছাপ নিচ্ছে না।
আরেক নির্বাচন কর্মকর্তা লেন, অনেকের কাছে ইভিএম ব্যবহার নতুন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তবে প্রত্যেকের গড়ে দুই মিনিট করে সময় লাগছে ভোট দিতে।
বরিশালে এবার সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ ভোটারের অভিযোগ, ইভিএমে বেশি সময় লাগছে।
বরিশাল শহরে অবস্থিত অমৃতলাল দে কলেজে ভোট দিতে আসা ভোটাররা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া লাগছে। ম্যানুয়ালি ভোট দেওয়া অনেকটা সহজ ছিল, সময়ও কম লাগত।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে ভোটগ্রহণ চলবে। প্রস্তুত করা হয়েছে ১ হাজার ৫০০ ইভিএম।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com