মহিউদ্দিন লিমন,আমতলী ( বরগুনা,প্রতিনিধি):
বরগুনার আমতলীতে শিশু পুত্র বায়েজিদ (৪) পুকুরের পানিতে পড়ে ডুবে মৃত্যু।
নিহতের স্বজন সূত্রে জানাগেছে, আজ (শুক্রবার ) সকাল সাড়ে ৬ টায় দিকে উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের খাকদান গ্রামের মোঃ মালেক প্যাদার নাতি মোঃ মাহাতাব মিয়া শিশুপুত্র বায়েজিদ পরিবারের সকলের অজান্তে বাড়ীর পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে পুকুরে খুঁজতে থাকে, পরে নিহত বায়েজিদ এর মা পুকুরে হাত পা ধোঁয়ার জন্য গেলে বায়েজিদকে পুকুরে ভাসতে দেখে। চিৎকার দিলে বাড়ির লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। শিশু বায়েজিদ বেঁচে আছে সেই সন্দেহ পটুয়াখালী হাসপাতালে নিয়ে যান তার পরিবার।
নিহত শিশুর পিতা মোঃ মাহাতাব বলেন, সকাল ৬টার দিকে বাইজিদ সকলের অজান্তেই বাড়ীর পুকুরের পানিতে পড়ে যায়, অনেক খোঁজাখুঁজির পরে পানিতে ভেসে উঠতে দেখি, পটুয়াখালী হাসপাতালে নেয়ার পূর্বেই শিশুটি মারা যায়।
পটুয়াখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com