রাহিমা আক্তার মুক্তা :
গত ১৪ জুলাই মোসাঃ হেনা গাজী ঘুরতে যায় পরিবার পরিজন সহ বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী অবস্থিত আকাশনীহা ট্যুরিজম সেন্টার এন্ড রিসোর্টে।স নামে মাত্র রিসোর্ট, নেই কোন নিরাপত্তা।ভিতরে যে কাঠের সিড়ি গুলো দেয়া তা নাজুক অবস্থা।
হেনা গাজীর পা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কাঠের দেয়া নিদর্শন পুল ভেঙ্গে পড়ে। জন প্রতি ৩০ টাকা করে টিকেটও নেয়া হয় । নামে রিসোর্ট তবে এটা এখন মানুষ মারার ফাঁদে পরিনত হয়েছে। হেনা গাজীর চিকিৎসার জন্য তার স্বামী গাজী মোঃ টিপু রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে নিয়ে ঘুরছেন।
পাথরঘাটা থেকে প্রথমিক চিকিৎসা শেষ করে, সেখান থেকে ঢাকায় প্রেরন করে। ঢাকা এসে পড়তে হয় বিভিন্ন সিন্ডিকেট এর মধ্যে।
পঙ্গু হাসপাতালে ভর্তি করলেও সিট না পাওয়ায় বাধ্য হয়ে যেতে হয় ট্রমা হাসপাতালে, আকাশচুম্বী খরচের কারনে যেতে হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। ,বর্তমানে হেনা চিকিৎসাধীন অবস্থায় কুর্মিটোলা হাসপাোতালে ডাঃ জাহিদ ফেরদৌস এর তত্ত্বাবধনে রয়েছেন। এ ব্যাপারে হেনা গাজীর স্বামী গাজী মোঃ টিপু বলেন,আমার স্ত্রীর চিকিৎসার জন্য রিসোর্ট কর্তৃপক্ষকে ক্ষতিপুরন দিতে হবে। একই সাথে তিনি হেনার মত আর কেউ দুর্ঘটনার শিকার না হয় এ জন্য বরগুনা ও পাথরঘাটা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com