পাকিস্তানের একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় একজন কর্মকর্তাসহ অন্তত তিনজন পুলিশ নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়াড় পেশোয়ারে এক পুলিশ স্টেশনে রাতজুড়ে এই হামলা সন্ত্রাসীরা এ হামলা চালায়। শনিবার (১৪ জানুয়ারি) জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাতের আঁধারে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সরবন্দ থানায় হাতবোমা দিয়ে সন্ত্রাসীরা হামলা চালালে উপ-পুলিশ সুপার (ডিএসপি) বাদাবের সরদার হোসেন ও তার দুই প্রহরী ইরশাদ ও জেহানজেব নিহত হন।
পুলিশ নিহতদের মরদেহ একটি হাসপাতালে স্থানান্তর করেছে। দেশটির সিনিয়র পুলিশ সুপার কাশিফ আফতাব আব্বাসি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তানের এসএসপি অপারেশনস বলছে, সন্ত্রাসীরা দুই থেকে তিন দিক থেকে থানায় হামলা চালায়। হামলায় অন্তত ছয় থেকে আটজন সন্ত্রাসী জড়িত ছিল। হামলার সময় থানায় অন্তত ১২ থেকে ১৪ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তারা থানার চত্বরে পাঁচটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। চারটি গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে এবং একটি বিস্ফোরিত হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেন, ‘হামলার পর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। সন্ত্রাসী হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী।’
পুলিশের মুখপাত্র বলেন, ‘হামলার পর পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে গ্রেফতার বা হত্যার খবর পাওয়া যায়নি।’
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com