মোঃ জহিরুল ইসলাম, কুয়াকাটাঃ
পর্যটন নগরী কুয়াকাটা পৌরসভার প্রস্তাবিত ৯৬ কোটি টাকা খসড়া বাজেট পেশ করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার নির্বাচিত হয়ে প্রথমবারের মত এই বাজেট উপস্থাপন করেন। ৯৬ কোটি টাকা আয়ের বিপরীতে প্রক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯১ কোটি টাকা। বাজেট পেশ অধিবেশনে পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ হাসনেয়ারা বেগমের মৃত্যুতে শোকসভা করেন।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, কাউন্সিলর মোঃ তৈয়বুর রহমান খান, পৌর সচিব মোঃ হুমায়ুন কবির, সহকারী প্রকৌশলী মোঃ মিজানুজ্জামান প্রমুখ। সমাপনী বক্তব্যে পৌর বলেন, পৌরবাসি সহ ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত কর আরোপ করা হয়নি। এ বাজেটে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয়েছে নাগরিক সেবা খাতে। এছাড়া পর্যটনবান্ধব নগরী গড়তে সৌন্দর্য বর্ধন,অবকাঠামো উন্নয়ন,শিক্ষা ও স্বাস্থ্যখাতে বেশী বরাদ্ধ রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com