ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। ছবিটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। এটি নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। এই সিনেমায় নায়ক সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন পরী।
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন পরী। ছেলে রাজ্যকে নিয়ে খুব সকালে ছুটে যাচ্ছেন শহরের বিভিন্ন স্কুলে। সেখানে শিশুদের নিয়ে নির্মিত সিনেমাটির নানান তথ্য তুলে ধরছেন অভিনেত্রী। সবাইকে আহ্বান জানাচ্ছেন হলে গিয়ে সিনেমাটি দেখার।
আর পুরো প্রজেক্টে পরীর কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন বলে জানালেন নির্মাতা আবু রায়হান জুয়েল। বললেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন করতে গিয়ে পরীর কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তা বলে শেষ করা যাবে না। শুরু থেকেই সিনেমাটিকে একান্ত নিজের ভেবেই সে কাজটি করেছে।’
তিনি বলেন, ‘করোনার সময় সুন্দরবনে গিয়ে সিনেমাটির শুটিং করার অনুমতি পেতে আমাদের সমস্যা হচ্ছিল। এ নিয়ে আমরা খানিক চিন্তিত হয়ে পড়ি। সে সময়ে পরীকে বিষয়টি জানাই। সে একটা কলেই জিনিসটার সমাধান করে দেয়। এটা তার পক্ষেই সম্ভব। মানুষ তাকে সম্মান দেয়। পরে যথাযথ নিয়ম মেনে আমরা সুন্দরবনে গিয়ে সিনেমাটির শুটিং করি।’
নির্মাতার কথায়— ‘পরীমনি মনখোলা, মানবিক একটা মেয়ে। তার মনটা খুবই সফট। আপনি যদি ইমোশনাল হন, সেও আপনার সঙ্গে ইমোশনাল হবে। আপনি প্রফেশনাল হলে সেও প্রফেশনাল হবে, আপনি বাজে কথা বললে সেও বলবে। যে যেমন তার সঙ্গে তেমন।’
পরীমনি-সিয়াম ছাড়াও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এ ছাড়া প্রায় ২০ শিশু অভিনয় করেছে সরকারি অনুদানের এ ছবিটিতে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com