সাধারন মানুষ ভাবে, নায়ক-নায়িকাদের চেয়ে সুখের জীবন আর হয়তো নেই কারো! নায়ক-নায়িকাদের জীবন নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। তাঁদের পরিবারে কারা আছেন, তাঁরা ব্যক্তিগত জীবনে কেমন? এমন প্রশ্নই আসে মনে। অনেকের আবার এমনও ধারণা, অভিনেতাদের জীবনও খানিকটা সিনেমারই মতোই চকচকে। কিন্তু বাস্তবে সেটা ঘটে না। অনেকের জীবন পর্দার বাইরে প্রচন্ড কঠিন। তেমনই কঠিন এক জীবন পার করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। জীবনের কঠিন সেই মুহূর্তের কথাই প্রকাশ্যে শেয়ার করলেন অভিনেত্রী।
টলিউডের জনপ্রিয় মুখ পার্নো। যদিও অনেক দিন হল বড় পর্দায় বা কোনও ওয়েব সিরিজে দেখা যায়নি তাঁকে৷ ক্যামেরার সামনে দেখে তাঁর জীবন যতটা সহজ মনে হয়, আসলে পার্নোর জীবন ততটাও সহজ নয়। তাঁর কাঁধে যে বিশাল দায়িত্ব সেই কথাই ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে ভাগ করে নিলেন পার্নো৷ মা দৃষ্টি হারিয়েছেন, বাবা মারা গেছেন অনেক দিন আগেই।
পার্নো বলেন, ‘‘আমার কাঁধে অনেক দায়িত্ব। বাবা মারা যাওয়ার দুই মাস আগে মা পরে যায়। তারপর থেকে আর উঠতে পারে না৷ নতুন বাড়ি কিনলাম। গৃহপ্রবেশের দিন থেকে মা আর চোখে দেখতে পাচ্ছে না। চিকিৎসক বললেন, ‘স্নায়ুজনিত রোগ, ঠিক হবে না৷ সব মিলিয়ে আমার অনেক চাপ। আমি আর আমার মামাতো বোন মিলে সামলাচ্ছি সবটা।’
পার্নো অভিনীত ‘বনবিবি’ নামক ছবিটি মুক্তির অপেক্ষায়। ‘সুনেত্রা সুন্দরম’ নামক ছবিটির শুটিংও শেষ হয়ে গেছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন পার্নো। নয়াদিল্লিতে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদানও করেছিলেন। কিন্তু তারপর তাঁকে খুব বেশি রাজনীতির ময়দানে দেখা যায়নি৷ সেই সময় তাঁর সঙ্গে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর বন্ধুত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও তাঁদের সম্পর্কের মাঝে রাজনীতির কখনও অন্তরায় হয়ে দাঁড়ায়নি। একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতেও গেছেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com