পথচারীর পকেটে ইয়াবা ভরে আসামি বানালো পুলিশ
পথচারীর পকেটে মাদক দিয়ে তাকে মামলার আসামি বানালো পুলিশ। পথচারীর নাম খলিলুর রহমান। একাত্তরের ক্যামেয়ায় ধরা পড়েছে সেই অভিনব চিত্র।
ছবিতে দেখা যাচ্ছে, পল্লবী থানার সাদা পোশাকধারী এএসআই মাহবুবুল আলম একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলের পকেটে পুরে দিলো।
তারপর উল্টো তাকেই মারধর করতে করতে একটি অটো রিকশায় তুলে নেন। নগরীর খিলক্ষেত এলাকার ঘটা সেই ঘটনার ভিডিও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
সময়, মঙ্গলবার দুপুর। তখন ঘড়ির কাটা দুটো ছুঁই ছুঁই। ঘটনাস্থল খিলক্ষেত। এ সময় চলতি পথে হঠাৎ দেখা যায়, পথচারির সাথে সাদাপোশাক ধারী পুলিশ সদস্যের ধস্তাধস্তি।
দেখে বোঝার উপায় নেই আসলে কি ঘটছে। কিছুক্ষণ পর পুলিশ জানায়, তারা খলিলুর রহমান নামে একজন চিহ্নিত মাদক কারবারীকে ধরেছেন। যার কাছে ১৩৫ পিস ইয়াবা পাওয়া গেছে।
কিন্তু একাত্তরের ক্যামেরায় ধরা পড়লো অন্যচিত্র। ছবিতে দেখা যাচ্ছে ধস্তাধস্তির এক পর্যায়ে রুবেল নামের পুলিশের একজন কথিত সোর্স একটি প্যাকেট দেয় মাহবুবুল আলমকে।
রাজধানীর পল্লবী থাকার এই পুলিশ কর্মকর্তা সেই প্যাকেট খলিলের পকেটে চালান করে দিয়ে উল্টো খলিলকেই মাদক মামলায় আটক করেন।
যদিও খলিলুরের দাবী তার কাছে কোনো মাদক ছিলো না। পরে এএসআই মাহবুবুল আলম দাবী করেন, কয়েকদিন ধরেই খলিলকে ধরতে তারা অভিযান চালিয়ে আসছিলো।
সবশেষ খিলক্ষেতে এলাকায় তাকে ধরতে সক্ষম হয়। উদ্ধার হয় ১৩৫ পিস ইয়াসা। খিলক্ষেত থানা এই এএসআইর আওতায় কিনা সে বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
আটকের পর ধস্তাধস্তি করে খলিলকে উঠিয়ে নেয়া হয় একটি ভাড়া করা সিএনজি অটোরিক্সায়। এ সময় তাকে শারীরিক নির্যাতনও করা হয়।
যদিও হাইকোর্টের নির্দেশনা আছে আসামি ধরতে বিনা পোশাকে আইন-শৃঙ্খলাবাহিনী কোন অভিযান করতে পারবে না।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com