বরিশাল ডেক্স : বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ৯টার দিকে দুটি স্পিডবোটে মিয়ানমারের প্রতিনিধি দল বাংলাদেশ অভ্যন্তরে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছায়।
এরপর তারা নাফনদ সংলগ্ন সীমান্তের টেকনাফের শাহপরীর দ্বীপ বিজিবির নির্মিত ‘সাউদান পয়েন্ট’ এর সম্মেলন কক্ষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সীমান্তের নানা বিষয় নিয়ে বৈঠক চলে। বৈঠক শেষে মিয়ানমারের প্রতিনিধি দলটি বিকেল ৩টার দিকে স্বদেশে ফিরে যায়।
বৈঠকে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ, মাদক পাচার, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে গুলি ও গোলা নিক্ষেপে হতাহতের ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হলে দুঃখ প্রকাশ করে বিজিপি।
বিজিবি জানায়, সীমান্তে কোনো রকম উত্তেজনা চান না সীমান্তের বাসিন্দারা। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দুই রাষ্ট্রের জন্য ভুল বোঝাবুঝি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার বার্তা দেওয়াই হবে পতাকা বৈঠকের মূল উদ্দেশ্য।
বিজিবি পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘর্ষ যেন বাংলাদেশকে প্রভাবিত করতে না পারে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে এবং দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হয়।
তিনি আরও বলেন, সীমান্তের দীর্ঘ কাঁটাতারের মাধ্যমে আলাদাভাবে চিহ্নিত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত। নিশ্চিত করেছে আলাদা দুটি রাষ্ট্রের পরিচয়। বাংলাদেশ অংশে সবসময় বিরাজ করছে শান্তিপূর্ণ অবস্থা। কিন্তু পাশের দেশ মিয়ানমারে গত তিন মাস ধরে চলছে গোলাগুলি, যুদ্ধবিমান বা হেলিকপ্টার থেকে গোলা নিক্ষেপ। এগুলো থেকে পরিত্রাণ চান সীমান্তের মানুষ।
গত আগস্টে নাইক্ষ্যংছড়ির তুমরু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও রাখাইন প্রদেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে শুরু হয় ব্যাপক গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণ। গত ২৮ আগস্ট মিয়ানমারের ছোড়া দুটি মর্টারশেল এসে পড়ে বাংলাদেশের ভূখণ্ডে। সীমান্তে গোলাগুলিতে হতাহতের ঘটনায় একাধিকবার মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।
এ অবস্থায় গত ১০ অক্টোবর পরিস্থিতি দেখতে সীমান্ত পরিদর্শনে আসেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। তিনি জানান, প্রতিবাদ জানিয়ে বিজিপির কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং তাদের সঙ্গে এ নিয়ে বৈঠকে বসারও আমন্ত্রণ জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com