রানা, পটুয়াখালী ঃএকদিন বাদেই পটুয়াখালী প্রেসক্লাবের নির্বাচন।আগামী ২৭/০১/২০২০ পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচন। নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে বিরাজ করছে সৌহার্দ ও সম্পৃতি। এবছর নির্বচনে মোট ১১টি পদে বিপরিতে প্রতিদ্বন্দিতা করছেন ২০জন প্রার্থী ।
এদের মধ্যে সভাপতি পদে ২জন, সহ-সভাপতি পদে ২জন, সাধারন সম্পাদক পদে ৩জন, যুগ্ম সাধারন সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২জন এবং কার্যনির্বাহী সদস্যর ৬টি পদে ৯জন দিনভর প্রচারনা চালাচ্ছেন। আগামি ১ বছরের জন্য প্রেসক্লাবে কারা নেতৃত্ব দেবেন শেষ মূহুতে সেই হিসাব করছেন সদস্যরা।
সভাপতি পদে-কাজী শামসুর রহমান ইকবাল বিটিভি প্রতিনিধি ও মোঃ জাফর খান দৈনিক যুগান্তর প্রতিনিধি।
সহ-সভাপতি পদে কে.এম এনায়েত হোসেন সম্পাদক দৈনিক রুপান্তর ও এনায়েতুর রহমান চ্যানেল আই প্রতিনিধি।
সাধারন সম্পাদক পদে মুফতি সালাউদ্দিন আরটিভি প্রতিনিধি,জাকারিয়া হৃদয় যমুনা টিভি প্রতিনিধি, মুজাহিদুল ইসলাম প্রিন্স চ্যানেল২৪ প্রতিনিধি।
যুগ্ম সাধারন সম্পাদ পদে জালাল আহমেদ দৈনিক মানব জমিন ও মনির হোসেন বাদল সময় টিভি প্রতিনিধি
কোষাধ্যক্ষ পদে এইচ.এম.মুজাহিদুল ইসলাম নান্নু দৈনিক নওরোজ প্রতিনিধি ও আব্দুস সালাম আরিফ বৈশাখি টিভি প্রতিনিধি।
কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন, মোখলেছুর রহমান ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি, আতিকুর রহমান বাংলাদেশ বেতার প্রতিনিধি, জাকির মাহমুদ সেলিম দৈনিক বর্তমান, আফরিন জাহান নিনা ডিবিসি নিউজ প্রতিনিধি প্রতিনিধি,বিলাস দাস দৈনিক যুগান্তর দক্ষিন প্রতিনিধি, সঞ্জয় কুমার দাস লিটু নিউজ ২৪ প্রতিনিধি, আতিকুল আলম সোহেল দৈনিক আমাদের নতুন সময়, চিনময় কর্মকার মাছরাঙা টিভি প্রতিনিধি, ও মোঃ জাহাঙ্গীর হোসেন দৈনিক প্রতিদিনের সংবাদ। উক্ত নির্বাচনে ৩৬ জন ভোটার সদস্য রয়েছে বলে পটুয়াখালী প্রেসক্লাবের নির্বাচন কমিশনার সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com