রানা পটুয়াখালী প্রতিনিধি ঃ “নিজের আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালী পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
২৫ জুলাই বৃহষ্পতিবার বেলা ১১টায় ব্যায়ামাগার চত্বর থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে পৌরসভার উদ্যোগে র্যালী শুরু হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রক্ষিন করে পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালীতে অংশ নেন জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম), মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ।
পরে পৌরসভা মিলনায়তনে মেয়র মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম), মুক্তিযোদ্ধা সাবেক কাউন্সিলর মোঃ শাহজাহান খান। আরও বক্তব্য রাখেন বস্তি উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর সিংহ, কাউন্সিলর কাজল বরন দাস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com