রানা, পটুয়াখালী ঃ দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২০২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠিত।
সোমবার সন্ধ্যায় চেম্বার ভবনে শপথ গ্রহন অনুষ্ঠানে পড়ান দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২০২১ মেয়াদের পরিচানা পর্ষদ নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শাহ জালাল খান।
শপথ পড়েন সভাপতি মহিউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদল, সহ-সভাপতি সাইদুর রহমান লেলিন, পরিচালক আব্দুল মান্নান, মোঃ জাহিদ হোসেন তালুকদার, মাকসুদুর রহমান মাসুম তালুকদার, মোঃ জাহাঙ্গীর হোসেন, কামরুজ্জামান টিপু মিয়া, মিজানুর আলম স্বপন, মোঃ ফারুক মৃধা, মোঃনূর-ই-আলম, মোঃ জাহিদ হোসেন, মোঃ কামরুজ্জামান খান, এনামুল ইসলাম চৌধুরী, মোঃ রেজাউল করিম, প্রকৌশলী মোঃ জামাল হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান, সৈয়দ মোঃ সোহেল, জিন্ময় বণিক, মোঃ শওকত হোসেন মুনিয়া ও মোঃ ইসমাইল হোসেন রাজু ভুইয়া।
পথ গ্রহন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাচিত সভাপতি মহিউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদল, সহ-সভাপতি সাইদুর রহমান লেলিন, চেম্বারের সাবেক সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আঃ হক মিয়া, নির্বাচিত পরিচালক আঃ মান্নান, জেলা কৃষক লীগের সভাপতি তসলিম সিকদার, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার প্রমুখ।
চেম্বারের নবনির্বাচিত সভাপতি ও পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ তার শুভেচ্ছা বক্তব্যে , চেম্বার পরিচালনায় বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনেও সেইভাবে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান । অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জি.এম জাফর কিরন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com