পটুয়াখালী প্রতিনিধি:
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীর ফাঁসির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ উদীচী শিল্পি গোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর এবং নাগরিক উদ্যোগের আয়োজনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একই সময় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলাপাড়া উপজেলা, পৌর ও কলেজ শাখার আয়োজনে আরেকটি মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নূরবাহাদুর তালুকদার, উপজেলা নাগরিক উদ্যেগ কমিটির আহবায়ক নাসির উদ্দিন তালুকদার, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক নেছার উদ্দিন টিপু, সমাজ সেবক খান মতিউর রহমান।
মানববন্ধন শেষে ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com