রানা,পটুয়াখালীঃ
ভোলায় বোরহাউদ্দিনে হতাহত ও আহত ঘটনায় প্রতিবাদ করে দোষীদের দৃস্টান্তমূলক শাস্তি দাবী জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছে পটুয়াখালী সম্মিলিত ওলামা মাশায়েক ঐক্য পরিষদ।
২৩ অক্টোবর বুধবার বেলা ১১টায় বড় মসজিদ থেকে সম্মিলিত ওলামা ঐক্য পরিষদ প্রতিনিধি নেতৃবৃন্দ পায়ে হেটে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (স:) কেসহ ইসলাম সম্পর্কে কটুক্তিকারী ইসলাম বিরোধী ও মুসলিম ধর্মীয় বিশ্বাসে আঘাতদানকারী নাস্তিকদের অপসংস্কৃতি কার্যকলাপ বন্ধ করাসহ ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মাঠে রাসূলে আশেকান মুসলিম উম্মাহ’দের উপর বর্বরোচিতভাবে হামলা করে হত্যা এবং অসংখ্য মানুষকে আহত করার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে স্মারক লিপি পেশ করে।
স্মারক লিপিতে নেতৃবৃন্দ , ভোলায় জনৈক বিপ্লব চন্দ্র বৈদ্যের ফেইসবুক আইডি করা সহ করার ঘটনার প্রতিবাদ কর্মসূচীতে পুলিশসহ সাধারন মানুষ হতাহত ও আহত হওয়ার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে। আগামীতে যাতে কেউ আল্লাহ, রাসূল (সঃ) ও ইসলাম সম্পর্কে কটুক্তি করে ধর্মীয় মূল্যবোধে আঘাত করার দুঃসাহস দেখাতে না পারে , সে জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করারও জোর দাবী জানান সম্মিলিত ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
স্মারক লিপি পেশ করার সময় উপস্থিত ছিলেন সম্মিলিত ওলামা মাশায়েক ঐক্য পরিষদের সভাপতি পটুয়াখালীর বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব আবু সাঈদ, মাওলাা আবু বকর, মাওলানা মোঃ মোতাহার উদ্দিন, মাওলানা মোঃ শহীদুল ইসলাম, হাফেজ মাওলানা আঃ মতিন, মাওলানা আবু তাহের, মাওলানা মোঃ সাইদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। সম্মিলিত ওলামা মাশায়েক ঐক্য পরিষদের সংগঠন সমূহ হচ্ছে, জেলা ইমাম পরিষদ, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড, তাবলীগ জামা জামাত, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন নূরানী তা’লীমুল কুরআন শিক্ষা বোর্ড ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com