রানা,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে বনবিভাগের অনুমতি ছাড়া বহনকারী গাছ সদর রেঞ্জের রেঞ্জ অফিসারের নেতৃত্বে ১৮ কেবি আকাশ মনি গাছ জব্দ করে।
২২ জুলাই সকাল সাড়ে ১০টায় কলাতলা এলাকা থেকে দুটি ভ্যানগাড়ীতে করে আকাশ মনি গাছ (ফার্নিচার বানানোর জন্য তৈরী কাঠ) চরপাড়া নিয়ে যাওয়ার পথে পটুয়াখালী শহরের সোনালী ব্যাংক ভবনের সামনে সড়ক অতিক্রমকালে সন্দেহ হলে পটুয়াখালী সদর রেঞ্জের রেঞ্জ অফিসার কে.এম মনিরুজ্জামান আকাশ মনি গাছ ভর্তি দুটি ভ্যান গাড়ি চালকদ্বয়কে জিজ্ঞাসাবাদে বনবিভাগের কোন ছাড়পত্র বা অনুমতি পত্র দেখাতে না পারায় আটক করা হয়। চালকদ্বয় ও মালিক পক্ষে মাহমুদ জানান, উক্ত আকাশ মনি গাছ জনৈক বাবলু মিয়া গলাচপিা ব্যাপারীর কাছ থেকে ক্রয় করে তার ছেলে উনজার ্ওরূপে জাহিদ হাসানের কলাতলা বাসায় ফার্নিচার বানানোর জন্য পাঠায়। বনবিভাগের রেঞ্জ অফিসার কে.এম মনিরুজ্জামান জানান, ক্রয়ের কাগজপত্র চাওয়া হয়েছে, কাগজপত্র দেখাতে না পারলে আটক গাছ বনবিভাগে গোডাউনে রাখা হবে এবং কর্তৃপক্ষের নির্দেশমতে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com