সঞ্জিব দাস,গলাচিপাঃ
পটুয়াখালী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচর - নির্যাতন ও ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষন মামলা দায়েরের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী কালীপদ দাস। লিখত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের ধরে বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের মোঃ ইউসুফ খান ও আমাদের একই বাড়ীর মনিকা রানী ওরফে মুঙ্গলী রানীকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তার নিজ ঘরে আপত্তিকর অবস্থায় গ্রামবাসী আটক করে।
পরবর্তীতে গলাচিপা থানা পুলিশ খবর পেয়ে তাদের আটক করে আদালতে সোপর্দ করে। তারা ঐদিন বাড়িতে এসে এ ঘটনায় আমাকে দায়ী করে ইউসুফ খান হুমকি-ধামকি দেয় এর প্রেক্ষিতে আমি ২০১৮ সালের ১লা জানুয়ারি ১৮ নং সাধারণ ডায়েরি করি।
এরপর থানা পুলিশের উভয় পক্ষকে থানায় ডেকে শান্ত থাকতে বলে। কালীপদ দাস আরও বলেন, এরপর থেকে ওই চক্র বিভিন্ন সময়ে অকথ্য নির্যাতন করে আসছিল। এর ধারাবহিকতায় সুজন জমাদ্দার ও মনিকার পুত্র সুশান্ত চন্দ্র দাস কালীপদর কলেজ পড়ুয়া মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যাক্ত করতো।
এর পর তার মেয়ের ছবি বিকৃত করে খারাপ ছবি জনসম্মুখে ছেড়ে দেয়। এ ঘটনায় সুশান্তর বিরুদ্ধে গলাচিপা থানায় পর্নগ্রাফী আইনে জিআর ২৫১/১৮ নং মামলা করে কালীপদ দাস। এ মামলায় মুঙ্গলী রানী তার ছেলে সুশান্তকে বাচাতে তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক একটি ধর্ষন মামলা পটুয়াখালী নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে দায়ের করেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে গ্রামবাসী ছাড়াও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com