রানা, পটুয়াখালী ঃ
লবন সংক্রান্ত গুজব প্রতিরোধে পটুয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ নভেম্বর) বুধবার সকাল ১০টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জসিম উদ্দিন, পটুয়াখালী দি চেম্বর অব কমার্সের সহ-সভাপতি খন্দকার ফরাদ জামান বাদল সহ শহরের ব্যবসায়ীবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসান বলেন, লবনের দাম বাড়বে এটি নিছক একটি গুজব মাত্র। কিছু অসাধু লোক দেশে অশান্তি সৃষ্ঠির লক্ষ্যে এ গুজব ছড়িয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। দেশে মানুষের চাহিদা পুরনের জন্য ১ লক্ষ মেট্রিক টন লবন প্রয়োজন কিন্তু মজুদ আছে ৬লক্ষ মেট্রিক টন লবন। তাই দাম বাড়ার কোন প্রশ্নই নাই। যারা বেশি দামে লবন ক্রয়-বিক্রয় করবে তাদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com