পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ডাক অধিদপ্তর ঢাকা জিপিওসহ ১৪ টি প্রতিষ্ঠান স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলসহ ১৭ দফা দাবীতে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন জেলা কমিটির উদ্যোগে কালো ব্যাজ ধারন ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল ২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় পটুয়াখালী লঞ্চঘাটস্থ প্রধান ডাকঘর অফিস সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী পটুয়াখালী জেলা শাখার সদস্যরা।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন কালাম, কার্যকরী সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক কাজী শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরিমল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মোঃ তাজেম আলী জোমাদ্দার, সদস্য মোঃ রাশেদুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন ঢাকা জিপিও ভবন বাংলাদেশের রাজধানী ঢাকাকে পরিচিত করেছে। বিদেশেও ঢাকা জিপিও ভবন দেশের পরিচিতি রয়েছে। বক্তারা ডাক অধিদপ্তর ঢাকা জিপিওসহ ১৪ টি প্রতিষ্ঠান স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করার জন্য সরকারের জোরদাবী জানান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com