পটুয়াখালী প্রতিনিধি ঃ নেদারল্যান্ডের ম্যাক্স ফাউন্ডেশনের অর্থায়নে ঢাকা আহছানিয়া মিশন ও সুশীলন উদ্যোগে ম্যাক্স নিউট্রিওয়াশ কর্মসূচীর আওতায় গর্ভবতী মা ও শিশু মৃত্যুর হার হ্রাসের লক্ষ্যে এবং সুষ্ঠু সবল, সুখী পরিবার বাস্তবায়নে জেলা পর্যায়ে পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় প্রেসক্লাব ভবনের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক মনিরুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় দিনব্যাপী এ গোলটেবিল বৈঠকের উদ্বোধন করেন পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী। স্বাগত বক্তব্য রাখেন স্লোব বাংলাদেশ এর প্রোগ্রাম ইনচার্জ আহম্মদ রফিক। গর্ভবতী মা ও শিশু মৃত্যুর হার হ্রাসে করনীয় বিষয় আলোচনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লোকমান হাকিম। উন্মুক্ত সেসনে আলোচনা করেন প্রেসক্লাবের সদস্য সচিব কাজল বরন দাস, সদস্য সাবেক সাধারন সম্পাদক মুফতি সালাউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয় প্রমুখ। আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মোঃ মতিউর রহমান, গর্ভন্যান্স স্পেশালিস্ট ফয়সাল আহম্মেদ, মনিটরিং অফিসার বাসুদেব সাহা, আমির হোসেন, প্রদীপ মন্ডল, কামরুল হাসান ও ম্যাক্স নিউট্রিওয়াশ প্রকল্প সুশিলন এর সৈয়দা তানবিন জাহান। গোল টেবিল বৈঠকে ১৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন। পটুয়াখালী ও বরগুনা জেলার ২৮ টি ইউনিয় উক্ত প্রকল্পের আতায় পুষ্টি উন্নয়নসহ বিভিন্ন কম্পোনেন্ট’র কার্যক্রম চলছে বলে আয়োজক সংগঠন সুশিলন’র কর্মকর্তারা জানান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com