স্টাফ রিপোর্টার ।।
বৈরী আবহাওয়ার কারণে উত্তাল থাকা বঙ্গোপসাগরে ৪ মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে মাঝিমাল্লাসহ ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে জেলেরা। উদ্ধার হওয়া জেলেরা হলেন- জাফর ব্যাপারী (৫০), স্বপন ব্যাপারী (২৫), বাদল (২৩) ও পারভেজ (১৮)। তাদের বাড়ি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে।
স্থানীয় জেলেরা জানান, আজ সকালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল উপজেলার কোড়ালিয়া গ্রামের জাফর ব্যাপারীর মালিকানাধীন ট্রলার। মাছ শিকারে যাওয়ার পথে সকাল সাড়ে ৫টায় তুফানিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে ৪ মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি ডুবে যায়।
আধা ঘণ্টা পর অন্য একটি ট্রলারের সাহায্যে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দেড় ঘণ্টা পর ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করতে সক্ষম হয় জেলেরা। বর্তমানে তারা তুফানিয়ার তীরে অবস্থান করছে বলে জানা যায়।এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com