রানা,পটুয়াখালী প্রতিনিধিঃ জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ন রজত জয়ন্তী উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতিয় ও শ্রমিকলীগের দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মধ্যে দিয়ে পটুয়াখালীতে ৫০ বছর রজত জয়ন্তী পালন করেন।
১২ আক্টোবর সকাল ৮টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ১০টায় শ্রমিকলীগ কার্যালয়ে থেকে পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন ও সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে দলিয় বিভিন্ন শ্লোগান দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলী জানান এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের শ্রমিকলীগের কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ফোরকান গাজী, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন স্পাদক মোঃফারুক ফকির, মোঃ জুয়েল মৃধা,সাংগঠনিক মোঃ গনি হাওলাদার,মোঃ শাহিন তালুকদার, মোঃ মানিক মোল্লা, প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন,দুর্যোগ ও ত্রান সম্পাদক মোঃ মনিরুজ্জামান,সদর উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শাহিন ফরাজি,শহর শ্রমিকলীগের সভাপতি আলমাস মোল্লা,সাধারন সম্পাদক রফিক সিকদারসহ জেলা,থানা ও শহর শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।
উল্লেখ্য জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান জানায় আগামী ২৬ অক্টোবর শনিবার পিডিএস মাঠে ব্যাপক কর্মসূচী হবে যার মধ্যে রয়েছে সকাল ১০টায় র্যালী,১১টায় কেক কাটা,বিকাল ৩টায় শেখ হাসিনার নির্দেশনায় বৃক্ষ রোপন,৪টায় হাডুডু খেলা,সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১০টায় লাকী কুপন ড্র অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com