পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রবিবার ( ১৩ অক্টোবর) সকাল ৯টায় দিবসটি পালন উপলক্ষে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে দূর্যোগ মেকাবেলায় করনীয় বিষয়ের উপড় মোহড়া প্রদর্শন করে পটুয়াখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও পটুয়াখালী রেড ক্রিসেন্টের বিভিন্ন ইউনিট। এসময় র্যালী ও মোহড়া প্রদর্শনিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারি পরিচালক পটুয়াখালী ও উপ-পরিচালক বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মোঃ নজরুল ইসলাম, পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ ফারুক হোসেন ও জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফারুক হোসেন মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের অসংখ্যা নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com