বরিশালে মহানগর হাকিম আদালতে নিষ্পত্তি হওয়া মামলার নথিপত্র আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে আদালত পাড়ায় ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত মহানগর হাকিমের বিভিন্ন আদালতে ২০৩ ধারায় নিষ্পত্তি হওয়া মামলার নথিপত্র পুড়িয়ে ফেলা হয় বলে জানান মহানগর হাকিম আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল হাসান।
তিনি জানান, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এসব নথিপত্র রাখার পর পুড়িয়ে ফেলার নিয়ম। সেই অনুযায়ী ৩ হাজার ৫০০ মামলার নথিপত্র পুড়িয়ে ফেলা হয়েছে।
বিকেল সাড়ে ৩টার দিকে আদালত চত্বরে এসব নথিপত্রে অগ্নিসংযোগ করা হয়। এ সময় মহানগর হাকিম পলি আফরোজ ও মো. আল ফয়সালসহ ফায়ার সার্ভিস এবং বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com