মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধিঃ
গত ১৫ জুলাই বৃহস্পতিবার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ডহরপাড়া গ্রামের নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন মোহম্মদ মোস্তফা সরদার(ইন্না লিল্লাহি------------ রাজেউন)।
১৬ জুলাই শুক্রবার সকাল ৭টায়
মরহুমের গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করেছে নলছিটির শাবাব ফাউন্ডেশন'র মুফতি জায়নুল আবেদিন ও হানজালা নোমানীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি মানবিক দল।
এটি শাবাব ফাউন্ডেশন'র ২৬ তম দাফন। সংগঠনের দায়িত্বশীলরা জানান করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কে মৃত্যু বরন করলে বিনা খরচে মৃতের দাফন কাফনের দায়িত্ব নিবে নলছিটির শাবাব ফাউন্ডেশন। এই জন্য
মুফতি জায়নুল আবেদিন'র ০১৭৬১৫৯৫০২২ অথবা মুফতি হানযালা নোমানি ০১৭৪৩৮৭৭৩২২ নম্বর মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com