নিজস্ব প্রতিবেদক
নলছিটির পৌর শ্মশান'র কালী মন্দিরের ভেন্টিলেটার ভেঙ্গে জলের মোটর,প্রতিমার গায়ের স্বর্নালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।
২০ নভেম্বর রোববার সকালে একজন মৃতব্যক্তিকে সৎকার করতে এসে পৌর শ্মশান কমিটির সদস্যরা মন্দিরের ভেন্টিলেটর ভাঙা দেখতে পায়। এবং তাৎক্ষনিক ভাবে নলছিটি থানা কতৃপক্ষকে জানানো হয়। খবয পেয়ে নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত মনোরঞ্জন মিস্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্মশান রক্ষনাবেক্ষন কমিটির সভাপতি প্রান্তিক দাস পুটু জানান এর আগেও কয়েকবার শ্মশানে চুরির ঘটনা ঘটেছে। আজ মন্দিরের ভেন্টিলেটার ভেঙ্গে শ্মশানের জলের মোটর, মায়ের সর্নের গহনা,প্রনামীর নগদ টাকা সহ আরো অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। তিনি আরও জানান সন্ধ্যায় থানায় গিয়ে এই চুরির বিষয় অভিযোগ দায়ের করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com