প্রতিনিধি নলছিটি (ঝালকাঠি ):
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ'র সিনিয়র সহকারী শিক্ষক মিলন কান্তি দাস। তিনি ২০০০ সাল থেকে ওই প্রতিষ্ঠানে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশের প্রাচীনতম জাতীয় দৈনিক সংবাদ'র নলছিটি প্রতিনিধি,নলছিটি প্রেসক্লাব'র যুগ্ম সম্পাদক,ঝালকাঠি রিপোর্টার ইউনিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি সামাজিক ও মানবিক সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন'র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সহ তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে দীর্ঘ দিন ধরে যুক্ত আছেন। গাউসিয়া পরিবারে সদস্য মিলন কান্তি দাস উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উপজেলা শিক্ষা অফিসার মোহম্মদ আনোয়ার আজীম জানান উপজেলা নির্বাহী অফিসার, একাডেমিক সুপারভাইজার বদরুল আমিনসহ নির্বাচক
প্যানেল সবদিক বিবেচনা করে তাকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন । তিনি জেলা পর্যায়ে উপজেলার জন্য সম্মান বয়ে আনবে বলে প্রত্যাশা করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com