মিলন কান্তি দাস নলছিটি প্রতিনিধি : ঝালকাঠি নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলার নট্ট বাড়ীতে চলছে ৩ দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। ৭ নভেম্বর সোমবার থেকে শুরু চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ১০ নভেম্বর মহোৎসবের মধ্য দিয়ে শেষ হবে বার্ষিক এ ধর্মীয় আয়োজনের। আয়োজকরা জানান প্রতিদিন হাজার হাজার ভক্তদের উপস্থিতি অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হচ্ছে। দুর দুরন্ত থেকে নামযজ্ঞ শুনতে আসা হাজারো ভক্ত দুইবেলাই প্রসাদ পাচ্ছেন।
নট্ট বাড়ীর এই মন্দিরে প্রত্যেক বছর রাস পূর্ণিমায় ২৪ প্রহর ধরে চলে নামযজ্ঞ। ছয়টি দলের পরিবেশনায় মুখরিত হয় মন্দির চত্বর। অনুষ্ঠানের মধ্যের দিন ৮ নভেম্বর নামযজ্ঞের আয়োজনে উপস্থিত ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মুঃ আতাউর রহমান, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন, মিজানুর রহমান ফোরকান,আবদুল মান্নান সিকদার প্রমুখ। এসময় তাদের সাথে ছিলেন সুভাষ চন্দ্র কর,দিলীপ চন্দ্র দাস, রতন নট্ট,সঞ্জীব কুমার দাস, সুজন মজুমদার, সমীর চক্রবর্তী,সঞ্জীব চক্রবর্তী,গোপাল চন্দ্র নট্ট সহ আয়োজক কমিটির সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com